• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বাকৃবিতে ঈদের ছুটি শুরু ৩১ মে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ মে ২০১৯  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাহে রমজান, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ মে থেকে ৯ জুন ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ১ জুন সকাল ১০টা থেকে ৯ জুন সকাল ১০টা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকার কথা উল্লেখ রয়েছে।