• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

কুবিতে গাঁজা সেবনরত তিন শিক্ষার্থী ধরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাঁজা সেবনের সময় তিন শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে হল প্রশাসন। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জসীম উদ্দিন বিজয়, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সজীব কুমার কর ও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খলীলুর রহমান শিবলু।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় হল পরিদর্শনে যাই। এ সময় হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে গাঁজার গন্ধ পেয়ে অভিযান চালানো হয়। এরপর ওই কক্ষে বিজয়, সজীব ও শিবলুকে নেশাগ্রস্ত এবং অস্বাভাবিক পাওয়া যায়। তাদের কক্ষ থেকে তিন প্যাকেট গাঁজা, সাদা রঙের মাদক, একটি হাতুড়ি ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার করা সরঞ্জাম প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে কক্ষটি সিলগালা করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, উদ্ধার করা সরঞ্জাম পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়নি।