• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

চা বিক্রি করে স্নাতকে ফার্স্ট ক্লাস!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

চা বিক্রি করে পড়ালেখার খরচ চালিয়ে বিএসএস (সম্মান)-এ  ফার্স্ট ক্লাস পেয়েছেন দিনাজপুরের জয়ন্ত চন্দ্র রায়। তিনি বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের হরিপদ চন্দ্র রায়ের ছেলে। দোকানে চা বিক্রি ও দর্জির কাজ করেন তিনি। 

আরো পড়াশোনার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জয়ন্ত।  

জানা গেছে, অভাব অনাটনের সংসারে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পেয়েও ২০১৩ সালে বহবল দিঘী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ-গ্রেডে (৪.১৯) এসএসসি পাশ করেন। ২০১৫ সালে বোর্ডহাট মহাবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করেন। এবার তিনি বিরল সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন। 

জয়ন্ত বলেন, ছোটবেলা থেকেই ভান্ডরা পাগলাপীর বাজারে কাপড় সেলাই এবং চা বিক্রি করে আসছি। এ উপার্জন থেকেই পরিবারের খরচ, ছোট ভাই-বোনদের ও নিজের পড়াশোনার খরচ চালিয়ে আসছি। কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণে এখন আমার নিজের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। কারো সহযোগিতা পেলে আরো পড়ার ইচ্ছা আছে।