• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

প্রশ্নফাঁস রোধে ফেসবুকে ছদ্মবেশে ঘুরছে আইন শৃঙ্খলা বাহিনী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা সমূহ। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে। শিক্ষাঙ্গন আর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের যখন শেষ সময়ে নিজেকে পরীক্ষার জন্যে প্রস্তুত করার সময়, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে সোচ্চার হয়ে উঠেছে এক দল অসাধু মানুষ। ফেসবুকের বিভিন্ন গ্ৰুপ আর পেইজ খুলে আহ্বান করা হচ্ছে ঐসব গ্ৰুপ আর পেইজে যুক্ত হওয়ার। বলা হচ্ছে, তারা পরীক্ষার আগেই সেসব গ্ৰুপে আর পেইজে মিলবে প্রশ্ন।

এসব গ্ৰুপ আর পেইজগুলোর মধ্যে উল্লেখযোগ্য, SSC Question Out 2018, SSC Question Out-2018, SSC Exam 2018 100% Common suggestion All Board Out Question, JSC , SSC , HSC Question Out, SSC Question Out 2018 Helping Center ইত্যাদি সহ আরো অসংখ্য গ্ৰুপ ও পেইজ।

তবে বিগত বছরের ন্যায় এবারেও প্রশ্নফাঁস রোধে অনেক আগে থেকেই সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দিপু মনি এবং উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ইতোমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ক যাবতীয় নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, কেবল প্রশ্নফাঁসকারীদের পিছনে নয়, আইন শৃঙ্খলা বাহিনী এবার লেগেছে শিক্ষার্থী এবং তাদের অভিবাবকদের পিছনেও। এসব গ্ৰুপ বা পেইজের পোস্টে যারা লাইক কমেন্টস কিংবা শেয়ার করছে, তাদের সাথে কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ফেসবুক আইডি ট্র্যাকিং এর মাধ্যমে এদের কথোপকথন, প্রতিনিয়ত ভার্চুয়াল সকল কর্মকাণ্ড পর্যালোচনা করছে তারা।