• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কমপক্ষে দুই বছর গ্রামে, বদলির তদবির চলবে না

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

 

সরকারি চাকরি করতে হলে কর্মস্থলে থাকতে হবে। কমপক্ষে দুই বছর গ্রামে থাকতে হবে। গ্রামের মানুষকে সেবা দিতে হবে। এর আগে কেউ কোনো বদলির তদবির নিয়ে আসবেন না, কোনো তদবির চলবে না।’ সরকারি চাকরিতে নতুন যোগ দেওয়া ৩০৬ জন চিকিৎসককে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের আরো সম্মানের সঙ্গে চিকিৎপ দিতে হবে। প্রত্যেক রোগীকে নিজের আপনজন ভাবতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার রাজধানীর বাংলাদেশ মেডি্কেল অ্যাসোসিয়েশনের  (বিএমএ) সম্মেলনকক্ষে ‘৩৭তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংবর্ধনা ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ।