• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে বৈশাখী মেলা উপলক্ষে ব্যস্ত মৃৎ শিল্পীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈরে বৈশাখী মেলা উপলক্ষে মৃৎ শিল্পীরা দিন-রাত কাজ করে ব্যস্ত সময় পার করছেন। মাটির তৈরি বাহারী খেলনা হাতি, ঘোড়া, টিয়াসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন।

সূত্র বলছে, জেলার কালিয়াকৈর উপজেলার বেনুপুর, সিন্দুরী, কালিয়াকৈর পালপাড়া, বোয়ালী, বলিয়াদী, উল্টাপাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষের জীবন জীবিকা করার জন্য তৈরি করছেন মাটির বাহারী রকমের জিনিসপত্র। আবহমানকাল থেকে গ্রামগঞ্জে বৈশাখী মেলা হয়ে আসছে। এসব মেলার প্রাণ হচ্ছে মাটির তৈরি হাতি-ঘোরা, পুতুলসহ বাহারী তৈজসপত্র। শিশুদের কাছে এসব খেলনার জুড়ি নেই। তাই পহেলা বৈশাখকে কেন্দ্র করে খেলনা হাতি, ঘোড়া, টিয়া, পেঁচা, ময়না, ফুলের টবসহ বিভিন্ন প্রকারের জিনিসপত্র। 

মৃৎ শিল্পী নিরাঞ্জন পাল বলেন, বৈশাখী মেলা আসায় আমাদের কাজ বেড়ে গেছে রাত দিন সমানে কাজ করতে হচ্ছে। পাইকাররা অনেক মালের অর্ডার দিয়েছে তাই বৈশাখী মেলার জিনিসপত্র তৈরি করছি।

রনজিদ পাল জানান, আমাদের মৃৎ শিল্পের জন্য প্রশিক্ষণ দেয়া হলে পুরাতন ঐতিহ্য ধরে রাখতে পারবো। আর যদি সরকার আর্থিক সহযোগীতা দেন তাহলে ব্যাপক আকারে কাজ করতে পারবো। এ শিল্পকে বাঁচাতে হলে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করা হলে এ মৃৎশিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, অতি শীঘ্রই যুব উন্নয়নের উদ্যোগে সবাইকে সু-সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণ শেষে তাদের স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে।