• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমান আদালতের জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০১৯  

ধামরাইয়ে বংশী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে একজনকে কারাদন্ড একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এসময় চারটি ড্রেজার পুড়িয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে

আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের নির্দেশে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালিয়া ইউনিয়নের বনেরচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দিন ওরফে জনিকে আটক করে সময় জনিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং চৌহাটের তোতা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার

উল্লেখ্য, বংশী নদীর টোপেরবাড়ী, হাটকুশুরা, পানকাত্তা, হালুয়াপাড়া, নরসিংহপুর, আমছিমুর, বাস্তা, বনেরচর, টেটাইল, গাওতারা, বালিয়া, চৌহাট, কাচা রাজাপুর, ভাকুলিয়াসহ প্রায় ২০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে