• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে কাশিমপুর কারাগারের সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জুন ২০১৯  

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সাজা প্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মারা গেছেন। মৃত মো: চান্দু ওরফে ইলিয়াস মুন্সী (৫৭), মারদারীপুরের শিবচর উপজেলার চরস্যামাইল (উৎরাইল) এলাকার মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ সুপার সুব্রত কুমার বালা জানান, মাদারীপুরের দুইটি মামলার ১০বছর করে সশ্রম সাজাপ্রাপ্ত দন্ডিত আসামি ২০১২সালের ৮মার্চ মাদারীপুর কারাগার থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগ ভুগছিলেন।

সম্প্রতি তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কারা হাসপাতালের চিকিৎসক মো: মিজানুর রহমান জানান, বুকে ব্যাথা নিয়ে কারাহাসপাতালে ১৬জুন ভর্তি হন। পরে সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস বলেন, তাকে মৃতাবস্থায় আনা হয়েছিল।