• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বাজেটে গার্মেন্ট শ্রমিকদের বিশেষ বরাদ্দের দাবিতে সাভারে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

জাতীয় বাজেটে গার্মেন্টস শ্রমিকদের আবাসন, চিকিত্সা ও রেশনিং এর জন্য বিশেষ বরাদ্দের দাবিতে সাভারে মানববন্ধন ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিকরা গতকাল শুক্রবার সকালে ধসে পড়া রানা প্লাজার অস্থায়ী বেদির সামনে এ কর্মসূচি পালন করা হয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির শিল্পাঞ্চল কমিটির সভাপতি অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাভার পৌর কমিটির সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, আশুলিয়া থানা কমিটির সভাপতি মিলন মিয়া প্রমুখ

সমাবেশে বক্তারা বলেন, এবারের বাজেটে ধনীদের জন্য নানারকম সুবিধা দেওয়া হলেও শ্রমজীবী মানুষের জন্য কোনো সুবিধা রাখা হয়নি বাংলাদেশের ৮৬ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস খাতের শ্রমিকদের জন্য বাজেটে কোনো বরাদ্দ নেই অথচ এই খাতের মালিকদের জন্য বাজেটে প্রায় ৬ হাজার ৪০০ কোটি টাকার নগদ সুবিধা দেওয়া হয়েছে শ্রমিক নেতা বলেন, বছর বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া বৃদ্ধির ফলে ৫ বছর পর পর শ্রমিকদের বেতন যে পরিমাণে বৃদ্ধি পায় তা দিয়ে শ্রমিক পরিবারের পক্ষে জীবনধারন করা অসম্ভব ফলে বিক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয় তাই এই সমস্যা থেকে শ্রমিকদের রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য রেশনের ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ