• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সাভারে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

সাভারের আশুলিয়ায় বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনতা

শুক্রবার (২১ জুন) বিকেলে আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনে বিভিন্নস্থান থেকে বিক্ষোভ নিয়ে সমবেত হয় ভুক্তভোগীরা এরপরে সবাই মহাসড়কে মানববন্ধনে অংশ নেয়

 

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে আমরা বিষয়টি পল্লীবিদ্যুকর্তৃপক্ষকে সমাধানের জন্য জানালেও তারা তা সমাধান না করে আরো এই মিটার বসাচ্ছে প্রি-পেইড মিটার বসানোর পরে আগের চেয়ে চার গুণ বেশি বিল ওঠে তাই আমরা এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি

এ সমস্যার দ্রুত সমাধানের দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা

ইয়ারপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা মো. হালিম মৃধা, মো. মঞ্জুরুল আলম ভূঁইয়া, মো. আলম মৃধা ও মো. জয়নাল আবেদিন মিঞাসহ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন