• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কোচিং থেকে নিখোঁজ স্কুলছাত্রী, অতঃপর...

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

গাজীপুর মহানগরের বোর্ড বাজার উত্তরখাইলকুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে গাছা মেট্রো থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

উদ্ধার নাঈমা জান্নাত নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তরখাইলকুর এলাকার নজরুল ইসলাম রনির মেয়ে এবং স্থানীয় ন্যাশনাল মডেল একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী।

এর আগে গত ২৪ মে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রোববার রাতে অভিযুক্ত প্রধান আসামি আসাদুলকে উত্তারখাইলকুর থেকে গ্রেফতার করা হয়।

ভিকটিমের পিতা নজরুল ইসলাম রনি জানান, উত্তরখাইকুর এলাকায় তাদের নিজ বাড়ির পার্শ্বে একটি রিকশার গ্যারেজে কাজ করতো অভিযুক্ত আসাদুল। তার মেয়ে জান্নাত স্কুলে যাওয়া আসার পথে আসাদুল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। তার স্ত্রীর মোবাইল ফোনে বাজে বাজে এসএমএস পাঠাত। বিষয়টি নিয়ে আসাদুলকে কয়েকবার সর্তক করলে তিনি জান্নাতকে তুলে নেয়ার হুমকি দেয়। গত ২২ মে জান্নাত স্কুল থেকে কোচিংয়ে যায়, সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। সব স্থানে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে তিনজনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ভিকটিমের পিতা হোমিওপ্যাথিক চিকিৎসক নজরুল ইসলাম রনির অভিযোগের ভিত্তিতে রোববার রাতে আসাদুলকে উত্তরখাইলকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাজিহাটি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।