• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় শ্রমিককে মারধর করার প্রতিবাদে এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করেছে হ্যালোবাইক শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই ঘন্টা ধর্মঘট পালন করে হ্যালোবাইক শ্রমিকরা।

 

হ্যালোবাইক চালকরা বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আরিফ নামের এক হ্যালোবাইক চালক চাঁদা না দেওয়ায় তাকে মারধর করে চাঁদাবাজরা। পরে দুপুরে সকল ব্যাটারি চালিত হ্যালোবাইক চালকরা  একত্রিত হয়ে শহরের সকল হ্যালোবাইক নিয়ে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠে জড় হয়ে মারধরের প্রতিবাদে ও চাঁদা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেন ।

হ্যালোবাইক শ্রমিকদের অভিযোগ মানিকগঞ্জ শহরের ৫টি জায়গায় প্রতিদিন নামে বেনামে ২০ টাকা করে শতাধিক টাকা চাঁদা দিতে  হয় প্রতিটি  হ্যালোবাইকে । চাঁদা না দিলেই গাড়ী বন্ধসহ চালককে মারধর করে। হ্যালোবাইক শ্রমিকদের দাবি  সর্মথন জানিয়ে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানানশহরের ৫টি পয়েন্টে হ্যালোবাইক চালকদের কাছ থেকে কারা অবৈধ ভাবে চাঁদা নেন সেটি দেখার জন্য প্রশাসনকে অনেক আগেই অনুরোধ করা  হয়েছিল। কিন্তু এর পর হ্যালোবাইক চালকদের কাছ থেকে চক্রটি চাঁদা আদায় করে আসছে। এসময় তিনি হ্যালোবাইক চালকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুরোধ জানান।