• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জের জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান আর নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  যুদ্ধকালিন মুজিব বাহীনির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি জনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল তিনি। মৃত্যু কালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে বাদ আসর সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে এই বীরসৈনিককে রাষ্ট্রীয় ভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। এর পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ বারের মত ইকবাল হোসেন খানকে শ্রদ্ধা জানানো হয়। নামাজের জানাযার আগে এই নেতাকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, বিএনপির আহবায়ক জামিলুর রশিদ খান, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাইদ, সিপিবির কেন্দ্রীয় সদস্য আজাহারুল ইসলাম ,স্বাস্থ্য মন্ত্রীর পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমূখ।

জানাযা শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। এর আগে তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী শোক জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার বিকেল ৩ টা থেকে মানিকগঞ্জ শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে  ইকবাল হোসেন খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে।