• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

৮ মাসেই বরাদ্দ ৮ হাজার কোটি আগের ৫ বছরে ১০০ কোটি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০১৯  

নানামুখী উন্নয়ন দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান পটচিত্র পাল্টে দিতে চান নগরীটির বর্তমান মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রায় ৩২৯ কিলোমিটারের বিশাল আয়তন এবং ২৫ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত গাজীপুর সিটিকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি

 আর তার এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারও সর্বাত্মক সহায়তা করছে বলে তিনি জানিয়েছেন কারণ হিসেবে তার দায়িত্বভার গ্রহণের পূর্ববর্তী পাঁচ বছরের সরকারি বরাদ্দ ১০০ কোটি টাকা থেকে বেড়ে তিনি দায়িত্ব নেওয়ার পর ৮ মাসে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথা উল্লেখ করেন সম্প্রতি দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম    

তিনি বলেন, ‘গাজীপুর নগরীর প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান (বিএনপি) এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ (আওয়ামী লীগ) যেখানে তাদের পাঁচ বছরের দায়িত্বকালে একশ কোটি টাকাও সরকারি বরাদ্দ আনতে পারেননি, সেখানে আমি  দায়িত্ব পাওয়ার মাত্র আট মাসেই নগরীর উন্নয়নের জন্য সরকারি ফান্ড থেকে গাজীপুর সিটি করপোরেশন পেয়েছে প্রায় আট হাজার কোটি টাকা

গাজীপুর সিটি করপোরেশনের বয়স ছয় বছর পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮ সালের ২৬ জুন নির্বাচিত হয়ে এর চার মাস পর আমি মেয়রের দায়িত্বভার গ্রহণ করি এই আট মাসে যে প্রায় আট হাজার কোটি টাকা সরকারি বরাদ্দ পেয়েছি তার পুরোটাই ব্যয় হবে নগরীর নানা উন্নয়নে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত একটি নগরী গড়ে তুলতে আমার নেওয়া পদক্ষেপগুলো সরকার গুরুত্ব সহকারে দেখেছে যার জন্য প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই বিপুল পরিমাণ অর্থ গাজীপুর সিটি করপোরেশনকে প্রদান করেছে

 

মেয়র জানান, তার মেয়াদকালে নগরীর উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া আট হাজার কোটি টাকার মধ্যে গত ২৫ জুন একনেকের বৈঠকে গাজীপুর সিটির জন্য বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ৮২৮ কোটি টাকা সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়কগুলো প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয় মেয়র বলেন, ‘এ ছাড়াও নগরীর বিদ্যুৎ অপচয় রোধ সাশ্রয়ের ন্য সোলার প্যানেল এনার্জি সেইভার সড়কবাতি স্থাপন, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণসিটি করপোরেশনের জন্য এসফল্ট প্লান্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ এবং কবরস্থান নির্মাণ প্রকল্প চলমান রয়েছে এর বাইরে দায়িত্বের আট মাস সময়ের মধ্যে বিভিন্ন দাতা সংস্থার অনুদানে স্যুয়ারেজ ক্লিনার ট্রাক, হাইড্রলিক কমপেক্টর ট্রাক, টায়ার এক্সাভেটর, চেইন ড্রেজার, ১৫ টনের ১০টি ড্রাম ট্রাক এবং ২৪টি কনটেইনারসহ চারটি হাইড্রলিক কনটেইনার ট্রাক আনা হয়েছে এসব উন্নয়ন কাজের বেশিরভাগেরই টেন্ডার হয়ে গেছে আবার এর মধ্যে বেশকিছু কাজ চলমানও রয়েছে

 

পুরো নগরীকে আটটি অঞ্চলে ভাগ করে উন্নয়ন কর্মকাণ্ড চালানো হচ্ছে জানিয়ে মেয়র জাহাঙ্গীর বলেন, ‘সিটি করপোরেশনের নিজস্ব প্রকল্প ছাড়াও ৪২ হাজার কোটি টাকা ব্যয়ে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্প (বাস র‌্যাপিড ট্রানজিট) এবং ঢাকা বাইপাস সড়কের উন্নয়নে ১২শ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে যার সমন্বয় করছে সিটি করপোরেশন এ প্রকল্পগুলো শেষ হলে নগরবাসী তাদের দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবে