• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নিম্নমানের খাবার টাকা দিতে হয় দ্বিগুণ!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০১৯  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে চলাচলরত ফেরিতে যাত্রীদের কাছে খাবার বিক্রিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে ফেরির ক্যান্টিন ব্যবসায়ী ভ্যান্ডার বাটলাররা সরকারি নিয়ম অমান্য করে খাবারের মূল্য তালিকার চেয়ে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন খাবারের দাম বেশি নেওয়ার ব্যাপারে কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত হতে হয় বলেও অভিযোগ করছেন যাত্রীরা

ফেরির দূরপাল্লার যাত্রীদের সঙ্গে বেশি খারাপ ব্যবহার করেন ক্যান্টিনের কর্মচারীরা নৌরুটে চলাচলরত ফেরিতে যাত্রীরা অতিরিক্ত টাকা দিয়েই নিম্নমানের খাবার খেতে বাধ্য হচ্ছেন প্রতিটি ফেরির ক্যান্টিনের খোলা জায়গায় খাবারের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না বিআইডব্লিউটিসি কর্তৃক দেওয়া তালিকা অনুযায়ী যাত্রীদের মধ্যে খাবার পরিবেশনের নিয়ম থাকলেও তা মানছেন না ক্যান্টিন ব্যবসায়ীরা পণ্যের গায়ের মূল্যের চেয়ে টাকা থেকে শুরু করে ১০ টাকা এবং ভাত-তরকারিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে দুর্নীতিবাজ ক্যান্টিন ব্যবসায়ীরা

 কোনো যাত্রী প্রতিবাদ করলে তাদের লাঞ্ছিত হতে হয় ফেরিতে যাত্রীদের কাছ থেকে খাদ্যদ্রব্যের দাম বেশি নেওয়ার কারণে গত জুন দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান শাহ মখদুম মতিউর রহমান নামের দুটি ফেরির ক্যান্টিন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছিলেন জানা যায়, ফেরির খাবার ক্যান্টিনে বিআইডব্লিউটিসির খাবারের মূল্য তালিকায় প্লেট ভাত, টুকরা খাসির মাংস, টুকরা আলু, পেয়ালা ডাল, ভাজিসহ ১২০ টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে মুরগির মাংসের ক্ষেত্রে একই মূল্য যাত্রীদের কাছে থেকে নেওয়ার নিয়ম রয়েছে মাছের ক্ষেত্রে ১৩০ টাকা উল্লেখ করা হয়েছে কিন্তু ২টি ডিম, দুই প্লেট ভাত, এক পেয়ালা ডাল ভাজির ক্ষেত্রে ৮০ টাকা মূল্য দেওয়া হয়েছে অথচ খাবারের মূল্য তালিকা না টানিয়ে ভ্যান্ডার বাটলাররা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন

 গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বরিশালগামী আমানত শাহ ফেরির যাত্রী আলী হোসেন জানান, ফেরির ক্যান্টিনে প্রতিটি পণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে প্রতিবাদ করলে বিক্রেতাদের হাতে লাঞ্ছিত হতে হয় বরকত ফেরির খুলনাগামী যাত্রী নয়ন জানান, ফেরিতে এক টুকরা মাছ এক প্লেট ভাত, এক পেয়ালা ডালের দাম ১৪০ টাকা নিয়েছে শাহ মখদুম ফেরির ভ্যান্ডার আব্দুল রাজ্জাক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা ফেরিতে জরিমানা করার পর থেকে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না

আরিচা বিআইডব্লিউটিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, প্রতিটি ফেরিতে খাবারের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নিয়ম রয়েছে খাবারের মূল্য তালিকার বেশি যাত্রীদের কাছ থেকে দাম নেওয়ার কোনো নিয়ম নেই