• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

জাবির ‘অস্বচ্ছ’ উন্নয়নকাজে ছাত্র ইউনিয়নের ক্ষোভ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের পাঁচটি হল নির্মাণ কাজে অস্বচ্ছতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (৩০ জুন) ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দফতর সম্পাদক হাসান জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'অধিকতর উন্নয়ন প্রকল্পের পাঁচটি হলের নামকরণ কিংবা স্থান নির্ধারণে শিক্ষার্থীদের কোনো মতামত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে হলগুলো নির্মাণ করা হচ্ছে। সকলের আলোচনা সাপেক্ষে স্থান নির্ধারণ করতে পারলে হয়তো প্রাণ প্রকৃতি ধ্বংস না করেই হল সমূহ নির্মাণ করা যেত। কিন্তু প্রশাসন উগ্র অহমিকায় নিজেদের সিদ্ধান্তকেই চূড়ান্ত ও একমাত্র গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশ ধ্বংসের কাজ শুরু করেছে।'

এছাড়া হল নির্মাণে টেন্ডার আহ্বানে অস্বচ্ছতার কথা বলে তিনি বলেন, 'গত ১ মে ছয়টি আবাসিক হল নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু দরপত্র আহ্বান, সংগ্রহ, জমাদান ও শিডিউল সংগ্রহে পাবলিক প্রসিকিউরমেন্ট আইন ভঙ্গ করাসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান শাখা ছাত্রলীগের বিরুদ্ধে শিডিউল ছিনতাইয়ের অভিযোগ করেছিল। এছাড়াও ই-টেন্ডার না করে ম্যানুয়েল পদ্ধতি ব্যবহার করায় দুরভিসন্ধিমূলক আচরণের অভিযোগও করা হয়েছিল। সেসব অভিযোগের প্রেক্ষিতে দৃশ্যত কোনো ব্যবস্থা না নিয়েই আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের সূচনাপর্ব অনুষ্ঠিত হয়েছে।'

এদিকে ‘অস্বচ্ছ’ সকল উন্নয়ন মূলক কাজ বন্ধের দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক এক যুক্ত বিবৃতিতে বলেন, 'অধিকতর উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে আমরা পূর্বে যে সন্দেহ প্রকাশ করেছিলাম তা ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হচ্ছে'