• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

মানিকগঞ্জে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার (৩০জুন)  বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য বিক্রি সংরক্ষণের দায়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকী রায় দেন।

মামলার সূত্র বলছে, ২০০৯ সালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান পল্লী বিদ্যুৎ এলাকায় ভাটবাউর গ্রামের আর্জুকে ৪০ ফেনসিডিল ৯০ পিস নেশা জাতীয় ইনজেশনসহ আটক করে র‍্যাব-৪। মাদক  বিক্রির দায়ে তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে আসামি আর্জুর বিরুদ্ধে মাদক সংরক্ষণ বিক্রির দায়ে আদালতে ২০০৯ সালের ২৪ জানুয়ারি চার্জশিট দায়ের করেন। রোববার আদালত আর্জুকে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাদণ্ডের রায় দেন।

অপরদিকে ৭৫ ফেনসিডিলসহ পাবনার বেড়া উপজেলার বাগজান এলাকার আব্দুল মতিন প্রামাণিকের ছেলে নূরুজ্জামানকে আরিচাঘাট এলাকা থেকে আটক করে শিবালয় থানায় মাদক আইনে মামলা হয়।

শিবালয় থানার পুলিশ তদন্ত শেষে আসামি নূরুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক নূরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মথুর নাথ সরকার অতিরিক্ত পিপি নিরঞ্জন বসাক। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।