• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সখীপুরের কালিয়ানে গণ হত্যা দিবস পালন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

সখীপুরে কালিয়ান গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কালিয়ান উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সমাজসেবা অফিসার মনসুর আহম্মেদের সভাপতিত্বে সখীপুর থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, শেরপুরের সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ সামাদ প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত: ১৯৭১ সালের ১ জুলাই পাকিস্তানি হানাদাররা সখীপুর উপজেলার কালিয়ান গ্রামে অতর্কিত হামলা করে ১৮ জন লোককে হত্যা করে।

বধ্যভূমির স্মৃতিকে ধরে রাখতে ওই গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধ যাদুঘর নির্মাণের কাজ চলছে।