• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় ভবন ধসে শিশু নিহত, আহত ৪

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

আশুলিয়ার কাঠগড়া এলাকায় একতলা ভবন ধসে পড়ে তাসিন নামে ১৮ মাসের একটি শিশু নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরও চারজন

বুধবার (৩ জুলাই) সকালে কাঠগড়ার পশ্চিমপাড়া (দুকাঠি) এলাকায় আকবর হোসেনের বাড়ি ধসে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আটকে পড়াদের উদ্ধার করা হয়

নিহত তাসিন মাগুরার মোহাম্মদপুর এলাকার নাজমুলের ছেলে আহতরা হলেন- মিম, মৌসুমী, আবুল কালাম ও দীপু

স্থানীয়রা জানান, দুকাঠি এলাকায় আকবরের একতলা বাড়িতে তিনদিন আগে থেকে গ্যাসলাইন লিকেজ ছিল বুধবার সকালে রান্না করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ভবনটি ধসে পড়ে এতে ভবনটিতে অবস্থানরত শিশু তাসিন ঘটনাস্থলে প্রাণ হারায় এবং আহত হন চারজন আহতদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফাইয়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া ভবনের তলায় আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভবন ধসে একটি শিশুর মৃত্যু এবং কয়েকজন আহত হন

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ধসে পড়া ভবনের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে সেই সঙ্গে ভবনটি ধসে পড়ার কারণ জানতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে তদন্ত করে বিস্তারিত জানা যাবে