• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জের ঘিওরে মাদক বিরোধী সমাবেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরে মাদক বিরোধী সমাবেশ হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘিওরের তেরশ্রী ডিগ্রি কলেজ মাঠে জেলা ছাত্রলীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে তেরশ্রী ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার তরুন-যুবক, ছাত্রলীগ, যুবলীগ ও সমাজের নানা শ্রেনী ও পেশার মানুষ ‍উপস্থিত ছিলেন।

সমাবেশে তেরশ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রাজিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের জন্য একটি  পরিবার ক্ষতিগ্রস্থ হয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে না পারলে তরুন যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে  সোচ্চার হতে হবে। পারিবারিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। তাই প্রতিটি স্তরে স্লোগান হতে হবে মাদক হটাও, দেশ বাঁচাও।

জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, সরকার ও পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুরোপুরি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিনিয়ত সভা সমাবেশে ও অভিযান করা হচ্ছে।