• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জাবিতে গুগল আর্থ ইঞ্জিন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিমোট সেন্সিং ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচ দিনব্যাপী গুগল আর্থ ইঞ্জিন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং ইনস্টিটিউটের ল্যাব কক্ষে কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হক।

বিশেষ এ কর্মশালায় বিভিন্ন পেশায় নিয়োজিত ১৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় রিমোট সেন্সিং ইনস্টিটিউটের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নাসা, ইউএসএইড, ইসিমোড।

কর্মশালায় নাসার বিজ্ঞানীসহ পাঁচজন প্রশিক্ষক প্রশিক্ষণ দিবেন। এ কর্মশালায় যারা অংশ নিয়েছেন, তারা গুগল আর্থ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে স্যাটেলাইট ডাটা ব্যবহারে নিজেদের কারিগরি দক্ষতা ও গবেষণা সামর্থ্য বাড়াতে পারবেন।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, রিমোট সেন্সিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।