• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে এসিড বর্জ্য খামারে নিঃস্ব ৬ যুবক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

রাজধানীর ধামরাইয়ে অবৈধ ব্যাটারি সিসা তৈরির কারখানার এসিড বর্জ্য ছয় যুবকের স্বপ্ন কেড়ে নিয়েছে। তারা কয়েক লাখ টাকা বিনিয়োগ করে মাছ চাষ শুরু করেন। তাদের মাছের খামারে এসিড বর্জ্য মিশে প্রায় ২০ লাখ টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত বুধবার গতকাল বৃহস্পতিবার খামারের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলীশ্বর গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের লুৎফর, ইউনুছ, মোকছেদ, কিরণ মিয়া, সোহরাবসহ ছয় যুবক ১০ লাখ টাকা পুঁজি নিয়ে বেলীশ্বরে ব্যক্তিমালিকানাধীন কয়েক একর জমি লিজ নিয়ে মাছের খামার করেন। খামারে রুই, মৃগেল, তেলাপিয়া, ব্রিগেডসহ কয়েক প্রজাতির মাছ চাষ করে আসছেন তাঁরা। খামারের পাশেই চীনের নাগরিকের মালিকানাধীন অবৈধ ব্যাটারি সিসা তৈরির কারখানা। ওই কারখানা থেকে নির্গত এসিড বর্জ্যে খামারের সব মাছ মরে ভেসে উঠেছে।

খামারের মালিকরা বলেন, ‘আমরা বেকার; সামর্থ্য অনুযায়ী পুঁজি বিনিয়োগ করেছিলাম খামারে, কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নিল ওই অবৈধ কারখানা।তাঁরা ক্ষতিপূরণ কারখানা বন্ধের  দাবি জানান।

কারখানাটির লিগ্যাল অ্যাডভাইজর রনি শেখ জানান, তাদের কারখানার ট্রেড লাইসেন্স আছে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।

স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, ‘এর আগেও কারখানার কর্তৃপক্ষকে ডাকা হয়েছিল, কিন্তু তারা কোনো তোয়াক্কা করেনি। তারা পরিষদ থেকে কোনো ট্রেড লাইসেন্সও নেয়নি। অবৈধভাবেই তারা কারখানা পরিচালনা করে আসছে।