• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

উল্টো রথ টেনে শেষ হলো ধামরাইয়ের রথযাত্রা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আট দিনব্যাপী পালিত হয়ে বৃষ্টি উপেক্ষা করে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে ধামরাইয়ের রথযাত্রা

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয় তবে রথের মেলা চলবে মাসব্যাপী

এর আগে গত ৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী শিশু-কিশোর, নারী-পুরুষ আসছে রথের মেলায়

শুক্রবার সকাল ১০টায় যাত্রাবাড়ীতে রথের সামনে ধর্মীয় নানা আচারের মধ্যে দিয়ে মাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন পরে বিকেল ৫টায় যশোমাধবের কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দির থেকে মাধব বিগ্রহসহ (মাধব মূর্তি) অন্য বিগ্রহগুলো নিয়ে রথের ওপর স্থাপন করা হয় পরে শ্রী শ্রী যশোমাধবকে শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দির থেকে ভক্তরা টেনে নিয়ে যায় পূর্বের স্থান বাবার বাড়ি ধামরাই পৌর এলাকার কায়েতপাড়া রথখোলায় এসময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতিমাদের শ্রদ্ধা নিবেদন করেন

সকালে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে এসময় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা এর মধ্যে ছিল- হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তিও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ

এবারের মেলায় দেশ খ্যাত অলিম্পিক সার্কাস দল, নাগরদোলা, নাচ, গান, এবং হরেক রকম সৌখিন জিনিসপত্র বিক্রি হচ্ছে এছাড়া মেলায় বাঁশের বাঁশি, ছোট বড় কাঠের ঘোড়া, পুতুল, হস্ত শিল্প ও ধামরাইয়ের ঐতিহ্যবাহী তামা-কাঁসা শিল্পের তৈজসপত্রের স্টলও বসেছে

প্রায় সাড়ে ৪শ বছরের প্রাচীন ধামরাইয়ের রথযাত্রা উৎসব মেলা ধামরাইয়ের রথযাত্রা মেলার রয়েছে প্রাচীন ইতিহাস এখানে রয়েছে মাধব মূর্তি ধামরাইয়ে মাধব মূর্তিকে কেন্দ্র করে চলে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা মেলা বাংলা ১০৭৯ সালে থেকে অঞ্চলে রথযাত্রা মেলা সব ালিত হয়ে আসছে