• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধের হুমকি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) অস্থায়ী চাকরিজীবীদের স্থায়ীকরণ ও ফেরিসহ সংস্থার বিভিন্ন জাহাজ সঠিকভাবে মেরামতের দাবিতে পাটুরিয়া ফেরিঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা

রোববার (১৪ জুলাই) দুপুরের বিক্ষোভ মিছিলটি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন ঘাট ও টার্মিনাল প্রদক্ষিণ শেষে তাদের কার্যালয়ে গিয়ে শেষ হয়

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা আঞ্চলিক কার্যালয়ের সভাপতি ফয়েজ উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান তাহেরী, আরিচা অঞ্চলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ

বক্তারা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি অস্থায়ী চাকরিজীবিদের স্থায়ীকরণ না করা হয় তাহলে পাটুরিয়া-দৌলতদিয়াসহ সংস্থার বিভিন্ন সেক্টরের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে

অপরদিকে বিআইডব্লিউটিসির ফেরি বহরের সকল ফেরি সঠিকভাবে মেরামতেরও দাবি করা হয়