• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

টঙ্গী সংঘর্ষে আসামি ২৫ হাজার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মামলা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. রাকিবুল বাদী হয়ে এ মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে ২৫ হাজার।

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, শনিবার জোড় ইজতেমা ঘিরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থি ও জুবায়ের পন্থিদের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং তাদের হামলায় এক মুসল্লি নিহত এবং কয়েকশ মুসল্লি ও কয়েকজন পুলিশ আহত হন। পুলিশি কাজে বাধা ও পুলিশ আহত হওয়ার অভিযোগে রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাত ২০-২৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন এসআই রকিব।

তাবলীগ জামাতের মওলানা সা’দ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর শনিবার উভয় পক্ষকে ময়দান থেকে বের করে দেয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে নিয়েছে।

জিএমপির কমিশনার এম বেলালুর রহমান রোববার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন। তিনি ময়দানের মালামাল ইনভেন্টরি তৈরি রক্ষণাবেক্ষণ ও মুসল্লিদের মালামাল সঠিক ব্যক্তির কাছে বুঝিয়ে দেয়ার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জিএমপি আবু হানিফকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের প্রতিনিধি,ডিসির প্রতিনিধি, সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, ডিবি পরিদর্শক মো. কাউসার আহমেদ,ওসি টঙ্গী পশ্চিম থানা, সিটি এসবির এসআই আরিফ ইউসুফ,মাওলানা সাদের অনুসারী মো.মনির হোসেন ও মাওলানা জুবায়েরের অনুসারী ইঞ্জি.মো. মাহফুজ।

জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জাতীয় সংসদ নির্বাচনেরে আগে তাবলীগের কোনো পক্ষই ইজতেমা মাঠে কোনো রকম কার্যক্রম চালাতে পারবে না। অন্তবর্তীকালীন সময় ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে।