• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

টানা চতুর্থ জয়ের হাতছানি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রবেশমুখ ও টাঙ্গাইলের প্রবেশদ্বার টাঙ্গাইল ৭ আসন মির্জাপুর। বরাবরই এই আসনের নির্বাচনী উত্তাপ ছড়ায় জাতীয় রাজনীতিতে। এই আসনে বড় দলগুলোর বিশেষ নজর থাকে।

এই আসনে শেষ তিনবারের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। এই আসনে তার বড় কোনো প্রতিপক্ষ না থাকলেও বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, কৃষক শ্রমিক জনতা লীগ ও খেলাফত মজলিসের আরো আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং একই বছরের ১২ জুনের নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তাকে পরাজিত করে মো. একাব্বর হোসেন প্রথম এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে প্রায় ৪২ হাজার ভোটে পরাজিত করে একাব্বর হোসেন দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে একাব্বর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।

এবারের নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা একাব্বর হোসেনের হাতেই নৌকার মনোনয়ন তুলে দেন। তার সামনে এখন টানা চতুর্থ জয়ের হাতছানি।

এ ছাড়া মির্জাপুরে বিএনপির নেতাকর্মীদের নামে ২টি মামলা রয়েছে। মামলা দুটির অধিকাংশ নেতাই পলাতক রয়েছেন। আসনটিতে এখনও বিএনপির কোনো নেতার দৃশ্যমান প্রচারণা দেখা যায়নি।

উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন বলেন, এই আসনে আওয়ামী লীগের একক প্রার্থী টানা তিনবারের এমপি মো. একাব্বর হোসেন। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে পুনরায় বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।