• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী পাপেট শো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

 শিশুদের মধ্যে সচেতনতায় তৈরির জন্য ব্যতিক্রমী পাপেট শো প্রদর্শন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনের আনন্দশালায় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগরের অবকাশ শিশু নিকেতনে এই পাপেট শো প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের গড়া ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ এর পরিচালনায় এ পাপেট শো-তে বিনোদনের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি রোধ এবং সড়কে নিরাপদে চলাচলসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, পাপেট শো’র মাধ্যমে শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি তাদের নানা বিষয়ে সচেতন করা যায়। রাস্তা পারাপার ও শিশুদের যৌন হয়রানি রোধে আমরা আজকের পাপেট শো করেছি। পাপেটের প্রতি তাদের যে আকর্ষণ রয়েছে তা কাজে লাগিয়ে আমরা এই সচেতনতামূলক কাজটি চালিয়ে যাব।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পাপেট শো’র মাধ্যমে পথচারীদের সচেতন করে এই শিক্ষার্থীরা।