• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সড়কে নেই ডিভাইডার, ওভারব্রিজের নেই ব্যবহার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে ধামরাইয়ের ইসলামপুর একটি। ঝুঁকি, ব্যস্ততা ও যাত্রীর বাহুল্য বিবেচনায় ঢাকা-আরিচা মহাসড়কের এই পয়েন্টে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু এর কোনো ব্যবহার নেই।

 রাস্তায় রোড ডিভাইডারও (সড়ক বিভাজক) নেই। প্রতি দিন হাজার হাজার পথচারী ঝুঁকি নিয়ে যত্রতত্র রাস্তা পার হচ্ছে। নিয়ম ভঙ্গ করে এলোমেলোভাবে এক লেনের গাড়ি চলছে অন্য লেনে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

এলাকাবাসী জানায়, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার ও এলোমেলো যান চলাচল থামাতে এখানে রোড ডিভাইডার নির্মাণ করা প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (মানিকগঞ্জ) আমির হোসেন বলেন, ইসলামপুরে রোড ডিভাইডারটি শিগগিরই নির্মাণ করা হবে।