• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শ্লীলতাহানিতে অভিযুক্ত অধ্যক্ষের পক্ষ নিলেন ওয়ার্ড কাউন্সিলর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ কর্তৃক দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ভিন্ন খাতে নিতে বাদীকে চাপ প্রয়োগ করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সোমবার (১৪ জানুয়ারি) রাতে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমান শিপন তার লোকজন নিয়ে বাদীর বাড়িতে গিয়ে এ স্বাক্ষর নেন বলে অভিযোগে জানা গেছে

এদিকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার বিষয়টি লিখিতভাবে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হককে জানানো হয়েছে বলে বাদী রাশেদা বেগম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি গ্রামে অবস্থিত মির্জাপুর মহিলা কলেজ মাঠে কলেজসংলগ্ন আশপাশের বাড়ির কয়েকজন শিশু ব্যাডমিন্টন খেলতে যায় কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মাঠে থাকা কয়েকজন মেয়ে শিশুকে কলেজ দেখানোর কথা বলে ডেকে ভবনের একটি রুমে নিয়ে যান সেখানে তাদের বিস্কুট খাইয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে রেখে সবাইকে বের করে দেন পরে অধ্যক্ষ দরজা আটকিয়ে ওই দুই ছাত্রীকে জড়িয়ে ধরে তাদের স্পর্শকাতর অঙ্গে হাত দিতে থাকেন এ সময় তারা চিৎকার করলে ওই দুই ছাত্রীর মা স্থানীয়দের নিয়ে মেয়েদের উদ্ধার করে

খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ও মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদকে আটক করে  থানায় নিয়ে আসে এই ঘটনায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের নির্দেশে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ঘটনা তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন কমিটি ১৫ জানুয়ারি বিষয়টি তদন্ত করার কথা রয়েছে বলে জানা গেছে

এ ব্যাপারে কাউন্সিলর শহীদুর রহমান শিপনের ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও গঠিত তদন্ত কমিটির সদস্যদের নিয়ে আজ সোমবার সভা আহ্বান করা হয়েছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন