• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু হাইটেক সিটির অর্ধেক উন্নয়ন সম্পন্ন: পলক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির অর্ধেক উন্নয়ন কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বুধবার ( ২৩ জানুয়ারি) কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন

তিনি বলেন, “বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৫০ ভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে ২০৩০ সালের মধ্যে এর শতভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হবে সে সময় এখানে এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে এবং ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে

বর্তমানে ৩৫৫ একর হাইটেক সিটির সাত একর জায়গায় টি-আর ফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এ ছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানান পলক

তিনি বিনিয়োগকারীদের জন্য সদ্য চালু করা কমিউটার ট্রেনে চড়ে হাইটেক সিটিতে যান পরে বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে হাইটেক সিটির সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন

তিনি জানান, ‘বঙ্গবন্ধ হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামে দুটি ট্রেন প্রতিদিন চারবার ঢাকা থেকে কালিয়াকৈর যাতায়াত করছে

এর মাধ্যমে হাইটেক সিটিতে বিনিয়োগকারী এবং সেখানে কর্মরতরা খুব সহজে আসা-যাওয়া করতে পারবেন, বলেন পলক

পরিদর্শনকালে হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন