• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সাভারে জাটকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

সাভারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১শ কেজি জাটকা জব্দ এবং জাটকা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৩ জানুয়ারি) সকালে  রাজফুলবাড়ীয়া এলাকার একটি মাছের বাজারে এ অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত ওই বাজারের মাছ ব্যবসায়ী হিরো মিয়ার মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ ইঞ্চির ছোট ৯২ কেজি ইলিশ বা জাটকা জব্দ করে। এ সময় জাটকা বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ব্যবসায়ী হিরো মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসা ও এতিমখানা এবং দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

এরপর একই আদালত রাজফুলবাড়ীয়া এলাকায় মা ফার্মেসী ও রাইয়ান ফার্মেসীতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তা জব্দ এবং এ অপরাধে ওই দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।