• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

কবি আসাদ চৌধুরীর জানাজা ও দাফন টরন্টোতেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমা কানাডার টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন কবির জামাতা নাদিম ইকবাল। কবির জামাতা আরো জানান, জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর কবির মরদেহ পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।

বৃহস্পতিবার কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আসাদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কয়েক বছর ধরে সপরিবারে কানাডায় বসবাস করছিলেন। কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মায়ের নাম সৈয়দা মাহমুদা বেগম। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।