• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কী পরিমাণ আমন ধান-চাল কত দামে কিনবে সরকার, সিদ্ধান্ত রোববার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

চলতি আমন মৌসুমে বাজার থেকে কী পরিমাণ ধান ও চাল, কত দামে সরকার কিনবে সেই সিদ্ধান্ত হবে রোববার (৮ অক্টোবর)। রোববার দুপুর পৌনে ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্ৰ মজুমদার।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মমতাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কী পরিমাণ আমন ধান ও চাল সংগ্রহ করা হবে, প্রতি কেজির দাম কত হবে, সেটি সভায় আলাপ-আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।

এফপিএমইউ-এর একজন কর্মকর্তা জানান, এবার আমনে ৬ লাখ টনের মতো চাল ও ৩ বা ৪ লাখ টনের মতো ধান কেনা হতে পারে। তবে দাম কী হবে সেটা কৃষি মন্ত্রণালয় মিটিংয়ে নিয়ে আসবে, সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সার্বিক খাদ্য পরিস্থিতি, আন্তর্জাতিক উৎস থেকে চাল ও গম সংগ্রহ বিষয়ে অবহিত করা ছাড়াও বোরো সংগ্রহ মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ টন বোরো সিদ্ধ চাল সংগ্রহের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হতে পারে। দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি বিষয়ে সরকারের অবস্থান নিশ্চিত করা নিয়েও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আলোচনা হবে বলেও এফপিএমইউ থেকে জানা গেছে।