• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন খরচ ফেরত দেবে মালয়েশীয় কম্পানি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কম্পানি ‘ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ’। কম্পানিটি সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনকে লেখা এক চিঠিতে এ কথা জানায়।

বাংলাদেশ হাইকমিশন  মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের নতুন নীতিমালার আওতায় ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর যে  শ্রমিকরা বাংলাদেশে ফিরে এসেছেন তারা অভিবাসন খরচ ফেরত পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। ওই কম্পানিতে ইতিপূর্বে কাজ করা এ ধরনের কর্মীদের [email protected] এই ই-মেইলে অথবা +৬০১৩-৮৩৩৪১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

২০২৪ সালের ৩০ জুনের মধ্যে ওই অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, নিজের নামে ব্যাংক হিসাব ও হোম শাখার তথ্য উল্লেখসহ ব্যাংক স্টেটমেন্ট এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাওয়ার যোগ্য বাংলাদেশের শ্রমিকদের তালিকাও প্রকাশ করেছে।