• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচনী সামগ্রী ছাপাতে যাচ্ছে ইসি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম, প্রতীকের পোস্টারসহ নির্বাচনী সামগ্রী চূড়ান্ত মুদ্রণ/ছাপাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।  এ লক্ষ্যে মুদ্রণ হতে যাওয়া সামগ্রিক বিষয় যাচাই-বাছাইয়ের জন্য প্রুফ দেখতে কমিটি গঠন করেছে ইসি।

সোমবার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান সই করা এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে নির্বাচন কমিশন। ইসি চিঠিতে জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্দেশিকাসহ নির্বাচনী সামগ্রী চূড়ান্ত মুদ্রণের পূর্বে যাচাই-বাছাই ও প্রুফ দেখার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন ইসির উপ-সচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও নির্বাচন কর্মকর্তা জেবুন নাহার। এ কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের পূর্বে যাচাই-বাছাই ও প্রুফ দেখবেন।