• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের ক্লিনিকে ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

গাজীপুর শহরের একটি ক্লিনিকে ভুল চিকিত্সায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। নিহত জাহানারা আক্তার সুমি (২৫) গাজীপুর শহরের কাজীবাড়ি এলাকার জরিপ হোসেনের স্ত্রী। নবজাতক পুত্রসন্তান ছাড়াও তার আরও একটি মেয়ে রয়েছে।

নিহতের পিতা জয়নাল আবেদীন জানান, ১৭ হাজার টাকা চুক্তিতে অপারেশনের জন্য মঙ্গলবার সকালে সুমিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অপারেশনে সুমি একটি পূত্রসন্তানের জন্ম দেন। একপর্যায়ে রোগীর অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাকে ঢাকায় উন্নত চিকিত্সার কথা বলে নিয়ে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রেখে চলে আসে। ওই হাসপাতালেই সুমি মারা যান। গাজীপুরের ওই ক্লিনিকে ভুল চিকিত্সায় সুমির মৃত্যু হয়েছে অভিযোগ করে তিনি ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের একাধিক স্বজন জানান, ঘটনা ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব করেছে।

তবে কেয়ার অ্যান্ড কিউর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম বলেন, নিহত সুমির চিকিত্সায় কোনো ধরনের অবহেলা ছিল না। জেলার কোনো ক্লিনিকে সিসিইউ বা আইসিইউ নেই। সাধারণ সিজারিয়ানে সচরাচর আইসিইউ’র প্রয়োজন হয় না। তারপরও রোগীর অবস্থা খারাপ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।