• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে শরিফবাগ ইকুরিয়া রাস্তার বেহাল অবস্থা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ থেকে ইকুরিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলজিইডি’র রাস্তাটির বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ এলাকার অনেকেই জানান, পনের বছর আগে রাস্তাটিতে ইট বিছানো হয়। কিন্তু আজও পাকাকরণ হয়নি। বর্তমানে স্থানে স্থানে ইটের সলিং উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা, উঁচুনিচু এ সড়কে এখন মূলত রিকশা ও অটোরিকশাসহ ছোট আকারের যানবাহনই চলাচল করে। আর প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। এ রাস্তার মাঝে ৯০ ফুট লম্বা একটি সরু সেতু রয়েছে; যা দিয়ে একটি রিকশা বা অটোরিকশা ছাড়া বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে প্রায়ই সেখানে যানজট সৃষ্টি হয়। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ইউসুফ হোসেন বলেন, রাস্তাটি মেরামতের জন্য শিগগিরই ব্যবস্থা নেয়া হবে