• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঘিওরের সফল সবজি চাষি মুন্নাফ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরে নানা ধরনের সবজি উত্পাদন করে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন কৃষক মুন্নাফ। সারা বছরই তিনি শসা, উচ্ছে, পেঁপেসহ নানা ধরনের সবজি এবং ধান চাষ করে ব্যস্ত সময় কাটান। বর্তমানে লাউ ও শসা ক্ষেত নিয়ে ব্যস্ত তিনি। এখন পর্যন্ত উচ্ছে মাঠে রয়েছে। অল্প কিছুদিনেই বিক্রি শুরু হবে বলে জানান মুন্নাফ। উপজেলায় প্রতি বছর প্রচুর পরিমাণ সবজি উত্পাদন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঘিওরে প্রতিদিন কয়েকশ মণ সবজি বিশেষ করে করলা, বেগুন, শিম, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, শসা, আলু প্রচুর পরিমাণে বিক্রি করছেন পাইকারী ব্যবসায়ীরা। ফলে মুন্নাফসহ উপজেলার সবজি চাষিরা লাভবান হচ্ছে। কৃষক মুন্নাফ বিগত ২০ বছর ধরে আগাম সবজি চাষ করছেন। তার বাড়ি ঘিওর উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে। স্ত্রী ও ৩ মেয়ে নিয়ে তার সুখের সংসার। মুন্নাফের সাফল্য দেখে অনেকেই এখন সবজি আবাদের দিকে ঝুঁকছেন।

মুন্নাফ জানান, তিনি বিএ পাস করেছেন। দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেও না পেয়ে সেই আশা ছেড়ে দিয়ে কৃষি কাজে লেগে যান। প্রথমে বাবার কিছু জমিতে চাষ শুরু করে। বর্তমানে তিনি প্রায় ১০ বিঘা জমিতে চাষ করছেন। তিনি দুঃখ করে বলেন, তাকে উপজেলার কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না, সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মুন্নাফ বর্তমানে প্রায় তিন বিঘা জমিতে লাউ চাষ করেছেন। সার, কীটনাশক, কৃষি মজুরি বাবদ তার খরচ হয়েছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি প্রায় দুই লাখ টাকার লাউ বিক্রি করেছেন। আরও ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, একজন কৃষক যদি তার সমস্যা আমাদের কাছে না বলে তাহলে আমরা কিভাবে বুঝবো যে তার সহযোগিতা প্রয়োজন। কৃষক মুন্নাফ জমিতে ফসল ফলিয়ে নিজের ভাগ্য বদলেছেন। তাকে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমরা তা করবো।