• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে আরো ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

কর্পোরেশনের ইসলামপুর এলাকায় বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আরো ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। ছাড়পত্র ও অনুমোদন না থাকায় এ সব ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাটার মালিকদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আঃ সালাম সরকার জানান, সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ব্যবসা করার অভিযোগে মেসার্স ইদ্রিস ব্রিকসকে ৪০ হাজার টাকা, মেসার্স এ এন্ড এ ব্রিকসকে ৪০ হাজার টাকা ও মেসার্স আরিফ এন্ড ব্রার্দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। এ সময় ভেকু মেশিন দিয়ে ইট ভাটায় তৈরি ইট, মোল্ডিং মেশিন ভেঙে ফেলা হয়। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ইটভাটাসমূহ দ্রুত অন্যত্র বিধিসম্মতস্থানে স্থানান্তরের জন্য ইটভাটা মালিকদের নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক, শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান উপস্থিত ছিলেন