• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সাভারে ৬টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইটপোড়ানো লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে সাভারে ৬ টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাভারের নামা গেন্ডা এলাকার এসব ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে তিশা ব্রিক্সকে ১ লাখ টাকা, এম সি বি ব্রিক্সকে ২৫ হাজার টাকা, কর্ণফুলী ব্রিক্সকে ২ লাখ টাকা, বাংলা ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স মাসুম ব্রিক্সকে ১ লাখ টাকা এবং মেসার্স ফিরোজ ব্রিক্সকে ১ লাখ টাকা জরিমানাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।