• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জাবিতে মশার উপদ্রব নিশ্চুপ প্রশাসন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

মশার উৎপাতে অতিষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বিকেলের পর থেকে কক্ষে কিংবা ক্যাম্পাসের কোনো জায়গায় বসে থাকার উপায় নেই। বিশেষ করে আবাসিক হলগুলোতে মশার তীব্রতা বেশি। বিভিন্ন বিভাগে সেমিস্টার ফাইনাল, বর্ষ ফাইনাল পরীক্ষা চলছে।

এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রায় শিক্ষার্থীর প্রয়োজন সিলেবাস ভিত্তিক পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ করা, কিন্তু মশার উৎপাতে তা ব্যাহত হচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গার ঝোপঝাড়ও দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় মশার উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা দিনের বেলা ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গিয়ে দুঃসহ যন্ত্রণার মুখে পড়ছে। আর রাত হলে পড়াশোনা ঘুমের ব্যাঘাত ঘটছে। ইতিমধ্যে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আমির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মশক নিধনের আগে একবার পুরো ক্যাম্পাসে স্প্রে করা হয়েছে। যেহেতু সমস্যা আবার নতুন করে শুরু হয়েছে, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলব।