• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

কর্ণফুলীতে নৌকা ডুবি : ৩৭ ঘণ্টা পর দু’জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ৩৭ ঘণ্টা পর নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মরদেহ দুটি পাওয়া যায় বলে জাগো নিউজকে জানান কোস্টগার্ডের পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম।

মৃতরা হলেন কর্ণফুলী উপজেলা জুলধা ডাঙ্গাচর ৩ নম্বর ওয়ার্ড দিঘীর পাড় শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে মো. হানিফ (৩৫) এবং একই উপজেলার ডাঙ্গাচর ১ নম্বর ওয়ার্ডের সিদ্দীকের বাড়ির নুরুল ইসলামের ছেলে মো.আকবর (৩৬)।

ctg

লে. কমান্ডার সাইফুল ইসলাম বলেন, ‘নৌ বাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক-সংলগ্ন বার্থ ত্রি এরিয়ার আটকে থাকা অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এর আগে রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাঙ্গার চর থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে নগরীর কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটে ১৩ জন যাত্রী পারাপার করছিলেন। সল্টগোলা ঘাটের কাছে নৌকাটি উল্টে গেলে চারজন নদীতে লাফিয়ে নিখোঁজ হন।