• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যায় আরো দুই আসামি গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আরো দুই আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পিবিআই।

গ্রেফতাররা হলেন, জাভেদ হোসেন ও শাহাদাত হোসেন শামীম। এর আগে আরেক আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করেছে পিবিআই।

ফেনী পিবিআই’র বিশেষ এডিশনাল এসপি মনিরুজ্জামান জানান, জাভেদ মামলার পাঁচ নম্বর আসামি। রাত সাড়ে ৯টায় ফেনী শহরের রামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি শাহাদাত হোসেন শামীমকে রাত দেড়টায় ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করা হয়েছে।

নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ২৭ মার্চ মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার পাশের একটি ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল মুখোশধারী। পাঁচদিন পর বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি। এ ঘটনায় মামলা করেন নুসরাতের ভাই। এ মামলায় এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতার অন্যরা হলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম, মাদরাসার ইংরেজির প্রভাষক আফসার উদ্দিন, আলাউদ্দিন, কেফায়েত উল্লাহ, উম্মে সুলতানা পপি, মাদরাসাছাত্র নূর উদ্দিন, নূর হোসেন, শহীদুল ইসলাম, জোবায়ের আহমেদ, জাবেদ হোসেন, আরিফুর ইসলাম, আলাউদ্দিন।