• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আখাউড়ায় বর্ষবরণের সাজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ দিনকে বরণ করতে বরণ সাজে সেজেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

উপজেলা অফিসের তথ্যানুযায়ী, প্রতিবারের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। প্রশাসনের আয়োজনে আবহ বাংলার সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

আখাউড়ার ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান বলেন, প্রতিবছরের ন্যায় জাঁকজমক বর্ষবরণ উৎসবের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, উপজেলা প্রশাসনের পাশাপাশি শিল্পকলা একাডেমি চারুকলার শিক্ষাথীরা পালকি, ইলিশ মাছ, মুখোশ, টাটু, ঘোড়া,পাখি নানা প্রকার জিনিস তৈরী করেছেন। তাদের নিপুন হাতের ছোয়া আর রং তুলির আচড়ে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য জীবন্ত হচ্ছে। বর্ষবরণের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পৌর শহরসহ উপজেলার গ্রামে গ্রামে।

এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার লোকেরা সাধ্যের মধ্যে এ উৎসবকে প্রাণবন্ত করতে প্রস্তুতি নিচ্ছেন।