• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে শনিবার সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেডে আগুন লাগে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও হিসাব পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা বলেন, কারখানার ভেতরে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনও হতাহতের খবর আমরা পাইনি।

তিনি বলেন, শ্রমিকরা কারখানায় প্রবেশের আগেই এই আগুন লাগে। তবে হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ধোঁয়া কমে আসলে আমরা ভেতরে প্রবেশ করবো।

‘তুলা, সুতা ও বকরমের কারণে আগুন ছড়িয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’