• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আর কত বয়স হলে জুটবে বয়স্ক-বিধবা ভাতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

বিরো বিবির বয়স ৯৪ বছর। বয়সের ভারে নুয়ে পড়েছেন। স্বামী মারা গেছেন ৪০ থেকে ৪৫ বছর আগে। আর কত বয়স হলে বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড জুটবে এ প্রশ্ন এখন অনেকের। এই একটি কার্ডের জন্য বিভিন্ন জনের কাছে ধরণা দিলেও কিছুই মিলছে না। তাই এখন এই কার্ডের আশা ছেড়েই দিয়েছেন তিনি।  

বিরো বিবি বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউপির দুধকুন্ডি দক্ষিণপাড়া গ্রামে। তার স্বামী আব্বাস আলী।

বিরো বিবি জানান, কত মেম্বার কত চেয়ারম্যান এলে গেল কেউ তাকিয়েও দেখে না। আশপাশের অনেকেই আমার ছোট তারাও বয়স্কভাতা অথবা বিধবাভাতার কার্ড পাচ্ছে। কিন্তু আমার কপালে কোনোটাই জুটেনি। কে দিবে কার্ড করে কেউ খোঁজও নেয় না।

এ ব্যাপারে একডালা ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার আজিজার রহমান বলেন, বয়স্কভাতা ও বিধবাভাতার কার্ডের ভাগ আমাকে না দেয়ায় আমি তাকে কার্ড দিতে পারিনি।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম ফোন রিসিভ করে মিটিংয়ে আছি বলে ফোনটি কেটে দেন।

রাণীনগরের ইউএনও আল মামুন বলেন, আমার কাছে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।