• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সজীব ওয়াজেদ জয় গুচ্ছগ্রামে আশ্রয় পেল ১৪০ পরিবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

জামালপুর সদরে সজীব ওয়াজেদ জয় গুচ্ছগ্রামে আশ্রয় পেল শরিফপুর ও লক্ষীরচরের ১৪০ ভূমিহীন পরিবার।

শনিবার দুপুরে সজীব ওয়াজেদ জয় গুচ্ছগ্রামের উদ্বোধন করেন জামালপুর-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

এমপি মোজাফফর হোসেন বলেন, এ গুচ্ছগ্রামে যারা বসবাসকারীদের কর্মসংস্থানসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ গ্রামে মাদক-সন্ত্রাসসহ কোনো ধরনের অপরাধ স্থান পাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, ইউএনও ফরিদা ইয়াসমিন, সহকারী ভূমি কমিশনার এসএম মাজহারুল ইসলাম, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম প্রমুখ।