• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বিএসসি পাচ্ছে সহজ ঋণে ডেনমার্ক থেকে দুটি জাহাজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০১৯  

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সহজ ঋণে (সফটলোন) ডেনমার্ক থেকে ৪টি কন্টেইনারবাহী জাহাজ পেতে যাচ্ছে ।
ডেনমার্কের রাষ্ট্রদূত মিজ উইনি এস্ট্রাপ পিটারসেন মঙ্গলবার (২৫জুন)  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সচিবালয়ে দেখা করে এ কথা জানান। আগামী ৬ মাসের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

নৌমন্ত্রণালয় সূত্র  থেকে জানা  যায়, এমওইউ স্বাক্ষরের ৩ বছরের মধ্যে জাহাজগুলো পাওয়া যাবে। চারটি জাহাজ নির্মাণে ১০০ মিলিয়ন ইউরো ব্যয় হবে। ২৫ বছর মেয়াদে মাত্র ১ দশমিক ৮ শতাংশ সফটলোনে জাহাজগুলো পাওয়া যাবে। প্রতিটি জাহাজ ১ হাজার ৫০০টি কন্টেইনার (২০ ফুটের কন্টেইনার) বহন করতে পারবে।
জাহাজগুলো চট্টগ্রাম-কলম্বো এবং চট্টগ্রাম-সিঙ্গাপুর ফিডার রুটে চলাচল করবে।