• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

বকশীগঞ্জে পাঁচ ফুট লম্বা শোল মাছে তোলপাড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

জামালপুরের বকশীগঞ্জে পাঁচ ফুল লম্বা বিরল প্রজাতির শোল মাছ নিয়ে তোলপাড় চলছে। এ মাছ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

রোববার বিকেলে শোল মাছটি ধরেন উপজেলার মেরুরচর ইউপির টুপকারচর গ্রামে হাসর উদ্দিন ছেলে আবু তালেব।

আবু তালেব জানান, বিকেলে মাছ ধরতে দশানী নদীতে যাই। নদীতে জাল ফেলার পর পাঁচ ফুট লম্বা একটি বিরল প্রজাতির শোল মাছ ধরা পড়ে। পরে মাছটি বাড়িতে নিয়ে আসি। মাছের মুখটা শোল মাছ, লেজটা বাইম মাছের মত। অনেকটা শোল মাছ। মাছের খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষ বাড়িতে ভীড় করছেন।

বকশীগঞ্জ থানার একেএম মাহবুব আলম জানান, বিরল প্রজাতির শোল মাছের খবর লোক মুখে শুনেছি।