• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

জানেন কি, টুথপেস্ট টিউবের নিচের রঙিন চিহ্ন কি নির্দেশ করে?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

টুথপেস্ট দাঁত পরিষ্কার করতে সহায়তা করে। তাছাড়া মুখের দুর্গন্ধ দূর করতেও টুথপেস্টের জুড়ি নেই। টুথপেস্ট দাঁত ও মুখ পরিষ্কারের জন্য খুবই স্বাস্থ্যকর উপায়। কিন্তু কখনো কি টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন ট্যাবের উপস্থিতি খেয়াল করেছেন? পেস্টভেদে সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বাক্সটির কারণ অনেকেই জানেন না। কিন্তু এই রঙগুলোর আছে আলাদা এক অর্থ। পেস্টভেদে থাকা এই রঙগুলো ওই পেস্টটি কি উপাদান দিয়ে তৈরি তা ইঙ্গিত করে। চলুন জেনে নেয়া যাক এই রঙগুলোর ইঙ্গিত সম্পর্কে-

১. সবুজ রঙের বাক্সটি দ্বারা বুঝায়, এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে।

২.নীল রঙের বাক্সটি দ্বারা বুঝায়, এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে।

৩. লাল রঙের বাক্সটি দ্বারা বুঝায়, এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

৪.কালো রঙের বাক্সটি দ্বারা বুঝায়, এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

মূলত এই রঙ পণ্যটিকে প্যাকেটজাত করার সময় কাজে লাগে। কারণ স্ক্যানারের মাধ্যমে রং দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেটে ভরা হয়। তবে এই রঙ দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও। এতে ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা হয়।